রুম্মনের ঘুড়ি

লিখেছেন লিখেছেন নান্দিনী ২১ জুন, ২০১৬, ০৯:১৪:২৯ রাত

সাদা ঘুড়িটা বার বার ই চাচ্ছে রুম্মনের ঘুড়িতে গোত্তা দিতে,অনেক কসরত করে সে সরাচ্ছে,কারন গতকালই ওর সর্বশেষ ড্রাম ঘুড়িটা পাশের বাসার নান্নু কেটে দিছে,এখন এই মাঝারি সাইজের ঘুড়িটাই ওর অন্ধের যষ্টি,এটাও যদি কাটা পরে তাইলে মরে গেলেও আম্মা ঘুড়ি কেনার জন্য আর একটা টাকাও দিবেন না,আর

ইদানিং আম্মাও অনেক হিসাবি হয়ে গেছেন,বাজার করতে একদম হিসেব করে টাকা দেন,আবার বাজার থেকে আসার পর কড়ায় গন্ডায় হিসেব বুঝে নেন,দু'এক টাকা যে এদিক ওদিক করবে তার কোনো সুযোগ নাই । এসব ভাবছে,আর নাটাই তীব্রবেগে ঘুরাচ্ছে রুম্মন ।

পাশ থেকে হঠাত্‍ খুরশেদ বলে ওঠলো

"ঐ বেটা বলদ,হউ গুড্ডির লগে লাগাছ না খেনে ?"

-ওয় লাগাই,আর আমার গুড্ডি কাটা যাউক আর কি

"দুর বেটা বলদ,খাটা যাইতো খেনে? সুন্দরমতো হউ গুড্ডি কাটিয়া আনবে"

-লাগ তো না আনা,আমার গুড্ডি থাকলেও ওইছে,তুই তর টা লইয়া কাট গি যা ।

হঠাত্‍ রুম্মন এর নতুন কেনা এনড্রয়েড

মোবাইলটা বেজে ওঠলো,এখন সে কি করবে?

ঘুড়িটা অনেক উপরে উঠে গেছে,সেখান থেকে নিচে নামিয়ে আনতে আনতে তো কল কেটে যাবে,

মোবাইলটা বাজতে বাজতে থেমে গেলো,সে ঘুড়ি উড়াতে মন দিলো,কিছুক্ষন পর আবারও মোবাইল বেজে ওঠলো

-ওফ,শালার ফোন আওয়ার আর টাইম পাইছে না,ওই খুরশেদ লাটাইখান ধর ছান...

খুরশেদ নাটাই ধরে ঘুড়ির নিয়ন্ত্রণ নিলো নিজ হাতে,আর রুম্মন প্যান্টের পকেট থেকে মোবাইল বের করলো,মোবাইল আনলক করতে গিয়া পরলো আরেক সমস্যায়,পাসওয়ার্ড তো সে ভুলে গেছে,এখন !!

পাসওয়ার্ড একটা দিলো,কিন্তু ইরোর,আবার দিলো আবারও ইরোর,,এখন তো আর দিতে পারবে না,কারন মামা বলে দিছেন,তিনবার যদি ভুল পাসওয়ার্ড দেয় তাহলে মোবাইল হ্যাঙ হয়ে একদম লক হয়ে যাবে,মোবাইল একদম শেষ ।

রুম্মানের মষ্তিস্কে চলছে প্রবল চিন্তা,মোবাইল যদি একদম লক ই হয়ে যায় তাহলে সে আর কেমনে মোবাইল ইউজ করবে?

কেমনে ফেইসবুকে গরম গরম স্ট্যাটাস আর নিজের সেলফি আপলোড করবে,

- হায় হায় খুরশেদ ইতা কিতা করলে?আমার গুড্ডি কাটা খাওয়াইলাইছস,

একে তো মোবাইল আনলক করতে পারছে

না,আবার খুরশিদ এর কারনে ঘুড়ি কাটা গেলো । রাগে,ক্ষোভে নিজের শরীলের সব শক্তি দিয়ে কিছু একটা ছুরে মারলো খুরশেদ এর দিকে,ছুরে মারার পর বুঝলো

এটা ওর মোবাইলফোন !!!

-নাআআআহ

চিত্কার দিয়ে ঘুম ভেঙ্গে গেলো রুম্মনের,সে শুয়ে আছে ওদের ঘরের একমাত্র চৌকিতে ।

দিন মজুর মা দৌড়ে আসলেন "কিতা ওইছে তর,ওতো জুরে ছিক দিলে? খারাফ কিচ্ছু দেখছস নিরে বাফ"

-আমার মোবাইল.........আর বলতে পারলো না সে

"তোর মাবাইল?কই পাইলে মোবাইল"

-নাহ,আম্মা,একটা গুড্ডি কিনতাম,টেকা দিবায় নি খউ"

"আচ্ছা দিমু নে,এবলা উঠ,বেইল ওইগেছে,আর কতো গুমাইতে,আমারে থুরা খরছ আনিয়া দিয়া ইস্কুল যা দৌড়তুলি"

.......

স্কুলে যেতে যেতে রুম্মন ভাবলো,ধুর কেন যে খুরশেদ কে ঘুড়ির নাটাই দিলাম,মোবাইলের চৌদ্দগোষ্টি জাহান্নামে যাক,আমার ঘুড়িই ভালো,কতো সুন্দর করে আকাশে উড়াই,নীল আকাশে লাল ঘুড়ি উড়তে থাকে,ঘুড়ি না,যেনো আমিই উড়ি,হাওয়ায় ভেসে ভেসে ।

আহ,কি শান্তি...!!!

---২১/০৬/১৬

---৯:০০

বিষয়: বিবিধ

১১০৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372801
২২ জুন ২০১৬ রাত ১২:৫১
ক্রুসেড বিজেতা লিখেছেন : বাহ চমত্কার তো,,, দাক্ষিক মস্তিকের অপূর্ব গাথুনীর মজবুত নির্মাণ। অপার মুগ্ধতা ....,
.
"রুম্মন নামে একটা ভাগ্নে আছে আমার, দুঃখের বিষয় ওর আব্বু দু মাস আগে আততায়ীদের হাতে নৃশংসভাবে খুন হন, রুম্মন নাম দেখেই ভাগ্নের দুরন্তপনা'য় নিজেকে হারিয়ে খুঁজছিলাম,পরক্ষণেই মনটা ভীষণ ভারী হয়ে গেল!"
২২ জুন ২০১৬ রাত ০৮:২৭
309588
নান্দিনী লিখেছেন : ইন্নালিল্লাহ......আল্লাহ রুম্মনের মা কে ধৈর্য ধরার তৌফিক দিন,,,আল্লাহই সবচেয়ে অভিভাবক,আল্লাহ ওদের হেফাজাত করুন
372807
২২ জুন ২০১৬ রাত ০৪:৩২
শেখের পোলা লিখেছেন : চমৎকার গল্প খিন্তু সিলট বুজি খম।৷
২২ জুন ২০১৬ রাত ০৮:৩২
309589
নান্দিনী লিখেছেন : সিলেটি কম বা বেশি যাই বুঝেন,গল্পটা বুঝতে পারলেই হইলো,,ধন্যবাদ পড়ার জন্য
372815
২২ জুন ২০১৬ সকাল ০৫:৫১
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
২২ জুন ২০১৬ রাত ০৮:৩৩
309590
নান্দিনী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
২৩ আগস্ট ২০১৬ রাত ০৩:০৭
312285
কুয়েত থেকে লিখেছেন : مرحبا بكم بارك الله فيك وجزاك الله خيرا وشكرا لك অনেক সুন্দর লেখা ভাল লেগেছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File